
সোমবার ০৫ মে ২০২৫
অতীশ সেন: উত্তরবঙ্গের বিজেপির গড়ে উপনির্বাচনে ঘাসফুলের জয়জয়কার। মাদারিহাট এবং সিতাই দুটি আসনেই জয়ী তৃণমূল। আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি। ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা গণণাকেন্দ্রের বাইরে বিজয়োৎসব শুরু করে দিয়েছেন। সিতাই আসনটি তৃণমূলের দখলে থাকলেও রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম মাদারিহাট বিধানসভা আসনটিতে জয়ী হল তৃণমূল।
চা-বলয়ের রাজনীতিতে বিজেপির ক্রমশ শক্তিক্ষয়, গোষ্ঠীকোন্দল এবং গত দু'বার বিজেপি বিধায়ক ও সাংসদদের নির্বাচিত করার পরও এলাকায় তেমন কোনও উন্নয়ন না হওয়ার জেরে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া এ বার তৃণমূলের পালে লেগেছে। ১৯৬৯ সাল থেকে মাদারিহাট আসনটি বামশরিক আরএসপির দখলে। রাজ্যে পরিবর্তনের হাওয়ায় তৃণমূল ক্ষমতায় এলেও ২০১১ সালেও এই আসনে আরএসপির কুমারী কুজুর জয়ী হন। ২০১৬ এবং ২০২১ সালে এই আসনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী হয়েছিলেন। সম্ভবত এটি রাজ্যের এক মাত্র আসন যেখানে তৃণমূল এত দিন জয়ের মুখ দেখেনি। এ বারের উপনির্বাচনে এই ট্রেন্ড ভেঙে চুরমার করে দিলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মাদারিহাট আসনের দশম রাউন্ড শেষে গণনায় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর প্রাপ্ত ভোট ৭৯১৮৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহারের প্রাপ্ত ভোট ৫১০১৮। তৃণমূল এগিয়ে ২৮১৬৮ ভোটে। নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা ৫০৬১ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। আরএসপি প্রার্থী পদম ওরাওঁ ৩৪১২ ভোট পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে।
মাদারিহাট আসনে ভোট ঘোষণার পর থেকেই বিজেপির জন বার্লা দলের প্রকাশ্য বিরোধিতা করে বার বার শিরোনামে এসেছিলেন। এরই সাথে চা-বলয়ের শ্রমিক সংগঠনের রাশ কার হাতে থাকবে তা নিয়েও বিজেপি শিবিরের অন্দরে চলছিল দ্বন্দ। বিজেপি প্রার্থীর অতীত তাঁকে তাড়া করে ফিরছিল, বারে বারে উঠে আসছিল তারকেশ্বর লোহার প্রসঙ্গ। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দোপাধ্যায়-সহ স্থানীয় নেতৃত্ব এই সময় মাটি কামড়ে এলাকায় পড়েছিলেন। এরই সাথে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী পরিকল্পনার বিষয় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মাদারিহাটের জঙ্গল লাগোয়া এলাকার মানুষের সমস্যার পাশাপাশি কৃষি এলাকার মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুফল ভোটের ফলাফল তৃণমূল পেল বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গে এই হার প্রসঙ্গে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বলেন, "ওয়ান ম্যান আর্মি এখানে দল চালাচ্ছে। অহঙ্কারের জন্যই বিজেপি এখানে হারল। এই অবস্থার যদি পরিবর্তন না হয় তবে জলপাইগুড়িতে বিজেপির ফল আগামীদিনে আরও শোচনীয় হবে।" উত্তরবঙ্গের রাজনীতিতে বার্লা বনাম আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা'র লড়াই সর্বজনবিদিত। কথাটা তিনি মনোজের উদ্দেশ্যে বলছেন কিনা জানতে চাওয়া হলে বার্লা বলেন, "বুঝে নিন"।
সিতাই-৬ আসনের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া এবং মাদারিহাট-১৪ আসনের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ২০২৪-এর লোকসভা ভোটে কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে জয়ী হওয়ায় এই আসন দু'টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ রাউন্ড গণণার শেষে সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ১ লক্ষ ২৯ হাজার ৯৮৩টি ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১,৬৫,২০০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন ৩৫,২১৭টি ভোট। কোচবিহার বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও সিতাই আসনটি ছিল তৃণমূলেরই দখলে। ২০১৬ এবং ২০২১ সালে এই আসন থেকে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া জয়ী হন। তার আগে আসনটি কংগ্রেসের দখলে ছিল। সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হওয়ার পাশাপাশি উপনির্বাচনেও বিপুল ব্যবধানে তৃণমূল সিতাই আসনটিতে পুনরায় নির্বাচিত হওয়ায় কোচবিহারে তৃণমূলের ভিত আরও খানিকটা মজবুত হল। বিজেপির গড়ে শক্তি বাড়িয়ে নিল তৃণমূল।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী